দেশনেতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি লিখেছেন
ইমরান খান রাজ
মুজিব মানে নতুন স্বপ্ন
মুজিব মানেই আদর্শ,
মুজিব মানে অসীম সাহসী
মহান নেতার স্পর্শ।
মুজিব মানে অকুতোভয়
দূরদর্শী দেশনেতা,
মুজিব মানে আস্থাভাজন
বীর বাঙালি জতনা৷
মুজিব মানে স্বাধীন আকাশ
ডানা মেলা পাখি,
মুজিব হয়ে কাজ করে যাও
খোলা রেখে আঁখি।
ইমরান খান রাজ
প্রাক্তন শিক্ষার্থী, পদ্মা সরকারি কলেজ, দোহার – ঢাকা।