আষাঢ় এলে
মুহিতুল ইসলাম মুন্না

আষাঢ় এলে বৃষ্টি আসে নিয়ে
নতুন সাজে ফুটে নানান ফুল
বিলে ঝিলে ফোটে
কুড়ায় ফুল ছুটে
পুকুর ভরা শাপলা শালুক ভাসে
কদম ফুল আষাঢ় এলেই হাসে।

বর্ষা এলে নদী ভরে জলে
ব্যাঙে জুড়ে গান কদম তলে
ঘুরে মাছের ঝাঁক
ব্যাঙের করুণ ডাক
নতুন জলে ছেলেমেয়ে ভিজে
ধরে মাছ শাড়ির আঁচলে সেঁচে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।