আমি কষ্টের ফেরিওয়ালা
মোঃমনির সরদার
কষ্ট আছে সবার হৃৎপিণ্ডে
এই কষ্টের আঘাত কেউ কখনো শেষ করে না।
আমি বিভিন্ন জায়গায় গিয়ে কষ্ট কুড়াই
ক্ষতভিক্ষত হৃৎপিণ্ডের কোন জায়গায় মলম লাগাবো সবই ক্ষত।
কারো প্রেমের কষ্ট” কারো মমতাময়ী মায়ের কষ্ট হৃৎপিণ্ডের ভিতর
কারো হৃৎপিণ্ডে রক্তক্ষরণ কারো আবার রাত জেগে প্রেমের আলাপন।
কষ্টের গাঢ় মমতায় জেগে থাকা কারো রাত নয়
কারো হাওয়া পরিবর্তন, তাও নয় সবাই শুয়ে যায়।
আমার হৃৎপিণ্ডের ভিতর কষ্ট নিয়মিত পোড়ায়
ক্ষুদ্র তুচ্ছ করে ফুঁ দিয়ে উড়িয়ে
দেওয়ার মতো কিছু নয় কষ্ট।
কষ্টের আগুনে শরীর পোড়ায়ও না
কষ্ট হৃৎপিণ্ডের ভিতর বসবাস করে সবার সঙ্গে।
সেইসব কষ্টগুলো
কখনো বাঁধা যায় না চোখের অশ্রু হয়ে ঝরে
আমি কষ্ট কুড়াতে এসে দুটি চক্ষু অন্ধ না করে কেবল
কোথাও কষ্টের হিসাব কষতে হারিয়ে যাই।
কষ্ট আমার হৃৎপিণ্ডটাকে
পোড়াতে পোড়াতে নিভৃত অঙ্গার করে,
কিছু কষ্টের রঙ আছে
রাতে বাতাসের সঙ্গে মিলেমিশে যায়।
বাবা-র কষ্ট মায়ের কষ্ট হৃৎপিণ্ডের ভিতর বাসা বাঁধে
ভালবেসে থেকে যায় পুরোটা জীবন,
বন্ধু কষ্ট, প্রেমিকার কষ্ট, হৃৎপিণ্ডের ভিতর থেকে হঠাৎ হারিয়ে যায় সময়ের অজান্তেই!!