
আমার প্রিয় দেশ
মোহাম্মদ মুজিবুল হক
অনুপম সুন্দর আর মনোহর
মোর প্রিয় দেশ সেরা,
চোখে চেয়ে দেখি বলে উঠি একি!
রঙ আর রূপে ঘেরা।
বহে কত নদী চলে নিরবধি
আঁকা বাঁকা গতি পথ,
মাছ ধরে জেলে তাতে জাল ফেলে
কাজে থাকে তার মত।
সবুজে শ্যামলে কত ফুলে ফলে
আসে সুমধুর ঘ্রাণ,
পাখি দলে দলে গান গেয়ে চলে
জুড়িয়ে যায় মন প্রাণ।
কেটে গেলে রাত আসলে প্রভাত
কাজে ছুটে যায় সবে,
দিন শেষে ফিরে নিজ নিজ নীড়ে
সুখী হতে চায় ভবে।
দেখি নাতো আর খুঁজি বারবার
এমনটি আর কোথা নাই,
জন্ম এদেশে আবার অবশেষে
মৃত্যুর দেশে ফিরবার চাই।