আমাদের গ্রামখানি
মোঃ আকাশ হোসেন

আমাদের ছোট্ট গ্রামখানি
রূপকথার ছবির মতন,
ফুল ফল দিয়ে সাজানো
সবুজ সোনালী রতন।

আমাদের গ্রামের চারিপাশে
তালগাছের ছায়া,
নদীর কলতান সুরে সুরে
লেগে যায় মায়া।

গ্রামের সোনালী মাঠে মাঠে
কৃষক-কৃষানীর হাসি,
চারিদিকে শরৎতের ফুল
ফুটেছে রাশি রাশি।

পাখির সুমধুর কলকাকলিতে
কেটে যাচ্ছে প্রভাত,
জোনাকির মন মাতানো ডাকে
ছুয়ে যাচ্ছে রাত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।