অমর একুশ
শাহজালাল সুজন
ফেব্রুয়ারির একুশ তারিখ
ভোর বেলাতে চলা,
কুয়াশার ওই হাসি কান্না
রোদ বদনে বলা।
হাজার বছর সূর্যতাপে
জ্বলবে এমন কালে,
কৃষ্ণচূড়া শিমুল বাগে
লাল হয়েছে ডালে।
ঢোল পিটিয়ে মিছিল যাবে
ভাসাও ফুলের ভেলা,
পথের বাঁকে বিচ্ছেদ বাণীর
গানে জমছে মেলা।
পাহাড়ের ওই ঝর্ণাধারায়
বিচ্ছেদ গুলো মরে,
ফেব্রুয়ারির সুখের বার্তায়
হাসি বাংলার তরে।
প্রভাতফেরী এখন আমায়
নিয়ে চলো সঙ্গে,
গানের ভাষা প্রাণের ভাষা
জন্ম আমার বঙ্গে।









