অভিমানীর যায় বেলা
শক্তি রঞ্জিত বৈদ্য

নিজের অভিমানে
কাটিয়েছো চিরকাল তুমি
নিজেকে নিজে বারেবারে
যাচ্ছো করে অন্তভূমি।

অভিমানীর যায় বেলা
ফিরে নাহ্ চায় সময়
বৈঠা হারিয়ে নৌকার মাঝি
অজানা থেকে অবিদিতে যায় হারিয়ে
অতলে দেখে নাও আজি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।