কাঁটা
অধরা আলো
যে পায়ে পা রেখে এগিয়েছো বহুদূর
সেই পায়ে ফুটালে কাঁটা ভেবেছো চলে যাবে
সীমানা ছাড়িয়ে দূর-বহুদূর।
নাটাই হাতে কভু রাখিনি,
দিয়েছি কেটে সুতো ঘুড়ির
যেথায় খুশি যাও উড়ে সীমানা যত দূর।
আমি না হয় রক্তাক্ত পায়ে গন্তব্যে
পৌঁছাবো ধীর গতিতে।
তোমারি না হয় হবে জয়! শূন্যতা আমারি রবে।
দিন শেষে জানি হবে জয়, হেরে যাবে তুমি
বিবেকের কাছে দন্ডায়মান হবে চিরতরে।
ঠকেছি বারংবার ঠকাইনি কভু
স্বার্থের কাছে হয়েছি বলিদান নিঃস্বার্থ
ভালোবাসি তবু।