ইসলামি গানের গীতিকার সালাহ্ উদ্দিন সিদ্দিক। ক্যারিয়ারে এ পর্যন্ত তার লেখা একশ গজল প্রকাশ হয়েছে। তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন দেশের প্রথম সারির অনেক গুণী শিল্পী। নিজের ব্যস্ততা প্রসঙ্গে সালাহ্ উদ্দিন সিদ্দিক বলেন, ‘শুধু রমজান মাসেই আমার লেখা এক ডজন গান রিলিজ হয়েছে। সৃষ্টিকর্তার ইচ্ছায় আমি লিখে যাচ্ছি। ভালো লাগছে। ইসলামি গানের মাধ্যমে আল্লাহর সান্নিধ্যে লাভ করা, মানুষের মনে বেঁচে থাকা এ লক্ষ্যেই কাজ করছি। এভাবে আমৃত্যু লিখে যাব।’ গান ছাড়াও তিনি ছড়া, কবিতা, গল্প, রম্যরচনা, ভ্রমণ কাহিনি লিখেন।
2023-07-21