২০১৯ সালে পত্রপত্রিকায় আত্মপ্রকাশের মাধ্যমে শুরু হয় তাঁর লেখালেখির বিরতিহীন ধারা। বিভিন্ন জাতীয় দৈনিকে ছড়া-কবিতা লিখে নিজেকে প্রকাশ করেছেন নন্দিত ছন্দে।

পারভেজ হুসেন তালুকদার, একজন সুপরিচিত কিশোর কবি ও শিশুসাহিত‍্যিক হলেও ছড়াকার হিসেবে সবচে বেশি সমাদৃত। তাছাড়া তিনি মুক্ত-সাংবাদিক, সাহিত্য সম্পাদক ও ইন্টারনেট উদ্যোক্তা হিসেবেও পরিচিত। তিনি কাব‍্য কিশোর -এর প্রতিষ্ঠাতা, যা আন্তর্জাতিকভাবে কাব‍্য কিশোর ইংরেজি প্রকাশের জন্য বিখ্যাত। তাকে হাওর অঞ্চলের সুলতান ছড়াকার বলা হয়। তিনি বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা ও ম‍্যাগাজিনে  নিয়মিত লিখেন। তিনি ২০০৫ সালের ২৩শে আগস্ট, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জটিচর গ্রামের এক সম্ভ্রন্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ২০১৬ সালে গচিয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় থেকে ( জান্নাত হুসেন নামে ) প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পাশ করেন। ২০১৯ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং ২০২২ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্জন করেন এবং বর্তমানে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজে লেখাপড়া করছেন। তাঁর সম্পাদনায় প্রকাশ হয় কাব‍্য কিশোর ( বাংলা ) তাছাড়াও তিনি আলোর মিছিল ম‍্যাগাজিনের শিশু-কিশোর পাতা-র সম্পাদক। তাঁর প্রকাশিত বইগুলো : ছড়ার ঝলক, মজার পড়া ছন্দ ছড়া, স্মৃতির আলপনায় কাব‍্য, চাওয়া না চাওয়া ইত্যাদি।

তথ‍্যসূত্র

  1. https://g.co/kgs/MQtmX1
  2. https://boitoi.com.bd/author/1706/parvej-husen-talukder
  3. https://muckrack.com/parvejhusentalukder
  4. https://bangla.bdnews24.com/author/paarbhej-husen-taalukdaar
  5. https://www.crunchbase.com/person/parvej-husen-talukder
  6. https://theorg.com/org/kavya-kishor/org-chart/parvej-husen-talukder
  7. https://amazon.com/stores/Parvej-Husen-Talukder/author/B0C6RB16J2?ref=ap_rdr&store_ref=ap_rdr&isDramIntegrated=true&shoppingPortalEnabled=true

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।