সাহিত্য ডেস্ক: চলচ্চিত্র অভিনেতা ও লেখক, কাব‍্য কিশোর এর প্রধান উপদেষ্টা এবিএম সোহেল রশিদের শুভ জন্মদিন আজ, মহান মুক্তিযুদ্ধে বিজয়ের বেদিমূলে আত্মোৎসর্গকৃত শহীদ বুদ্ধিজীবী এবিএম আবদুর রহীম ও মা কারুশিল্পী মিসেস ঝরনা রহীম-এর পাঁচ সন্তানের মধ্যে তিনিই বড়। ২৩ডিসেম্বর ১৯৬৫ ঢাকার আজিমপুরের মেটারনিটি হাসপাতালে ভূমিষ্ঠ হলেও পৈত্রিকনিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা গ্রামের ঐতিহ্যবাহী মোল্লাবাড়ি। তিনি লেখালেখি ছাড়াও নাট্যপরিচালনা, প্রামাণ্য চলচ্চিত্রনির্মাণ, বাংলাদেশ টেলিভিশনে চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন অনুষ্টান ‘ঝিলমিল’ উপস্থাপনা ও গ্রন্থনা করেছেন | অভিনয় করেছেন প্রায় সাড়ে চারশতরও বেশি সিনেমায় | তার মাঝে একাত্তরের সংগ্রাম, ভুল যদি হয়, বধূ তুমি কার, দেশা, চাচ্চু, মুসাভাই ইত্যাদি উল্লেখযোগ্য। ইতিমধ্যেই তাঁর অনেকগুলো একক কবিতার বই প্রকাশিত হয়েছে। তার মধ্যে ‘পাপড়িতে মাখামাখি বিকেলের রোদ’, ‘আগুন ঠোঁটের ঘ্রাণ’ ও‘বিসর্জনের অহংকার’ উল্লেখযোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *