চিন্তামুক্ত হতে চাইলে
রানা জামান
চিন্তা ছাড়ার চিন্তা করে পাই না কোনো কূল
চিন্তা করে দেখতে পাচ্ছি চিন্তার হাজার মূল
বেশি চিন্তায় আউলা মাথা হয় যে পায়ের ধূল
চিন্তার বাড়ি কোন ঠিকানায় হৃদ-নগরের অন্দর
ফুসকি মেরে চেয়ে দেখি হাজার নায়ের বন্দর
উলট পালট সোজা বাঁকা চরম দশা ছন্দ’র
হৃদয় দুয়ার বন্ধ করলে মনশ্চক্ষু খোলে
দাড়ির ভেতর শয়তান ঢুকে মজার ঝোলন ঝোলে
বখড়া পেয়ে সকল টিয়া শেখানো বোল বোলে
নিদ্রা গেলে স্বপ্ন এসে লাগায় ছেড়াবেড়া
বেল লুকোতে গাছের তলায় হাজার হাজার ন্যাড়া
সোজাসাপ্টা সকল পথই হয়ে যাচ্ছে ত্যাড়া
চিন্তামুক্ত হতে চাইলে চিন্তা বাড়ে আরো
চিন্তার সাথে দুশ্চিন্তারা টানতে থাকে দাড়ও
কী আর করা! সকল সয়ে জীবন সামনে বাড়ো।