মমতা
সুজিৎ চন্দ্র রায়
স্নেহ আদর মায়া মমতা,
হৃদয় বন্ধনের সুতো।
পরস্পরের প্রতি ভ্রাতৃতের সাঁকো,
আদর সোহাগ কতো।
মমতায় জীবন সুন্দরে অটুট,
বেদনায় নির্দয় নিঠুর।
ভুলে যাওয়া হাজারো স্মৃতি,
মমতায় হয় অতিমধুর।
সৌহার্দ্য জীবন অবিচ্ছেদ্য সুন্দর,
ফুষ্প কলির মতো।
প্রভাতে ছড়ায় মধুর সুভাষ,
দুঃখ ভুলো যতো।
মমত্বে জীবন পরিপূর্ণ হোক,
কষ্টেরা হোক দুর।
মনুষ্য জীবনে পূর্ণতা আসুক,
হিংসারা হোক দুর।