মাধবীবিতান
মনোজ চৌধুরী

গীতবিতানের সুরযুক্ত সবুজ সন্নিবিষ্ট আদরের মাঝে
বর্ষার সোহাগ মেখে মাটিতে প্রতিবার নতুর হবে প্রাণ
উন্মাদ হয়ে বেদীতে বসে পাতারা করবে কল্লোল গান
আমার দীর্ঘ ব্যাকুল চিত্তে আবাহনের সমারোহ বাজে
বারবার চিরহরিৎ হয়.;তোমার অজবাব সিঁদুর সাজে
অনুরাগের জানান দিয়ে বাতাসের এলোমেলো তান
মেমোরিতে, করে শিশিরবিন্দু দু-দন্ড শান্তির আহ্বান
কোনো এক পূর্ণিমা প্রদোষে এসে দাঁড়াবে…..সেঁ যে।

প্রতিবিম্বত মিষ্টি রৌদ্রজ্জ্বল! শিরার অনন্ত ছুঁয়ে যায়
আমি একদৃষ্টে চেয়ে উপন্যাসে বাঁধি অজস্র শব্দাবলি
বৃষ্টিস্নাত দু- চোখে মশগুল হয়ে ভাসি কাগজখেয়ায়
পুনশ্চ দূর্বার গায়ে লেখি যে প্রভাতফেরির পদাবলি।
মাধবীবিতান সুদূর অপেক্ষায় বসন্তে আবির খেলার
সবার মুখে হাসি ফোটানোর খোরাক আনন্দমেলার।

নাম- মনোজ চৌধুরী
গ্ৰাম- কাগমারী হাটপাড়া
জেলা- মালদা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *