শীত বেলা

শিশির ভেজা শীতের ভোরের দেখনা কত বাহানা
হাঁটতে গিয়ে দুর্বা ঘাসে ভিজে যাচ্ছে পা খানা
পবিত্র সেই শিশির বিন্দু লাগছে যখন পায়
দুষ্ট কিছু হিমেল হাওয়া শির শিরে দেয় গায়

গরম গরম পায়েশ পিঠা খাইতে ভিশন ভালো
তার চেয়ে ও ভালো লাগে শীতের রোদের আলো
শীতের বিকেল খেজুর রসে রাঙাই আমার মুখ
হাড়িঁ থেকে টাটকা খেতে কতই মধুর সুখ ।

আরো ভাল জোনাক পোকার নিয়ন আলোর নাচ
সবুজ বনের ছায়ায় খেলায় সবুজ শিরিস গাছ
হিম বায়ু তার আদল মতো আনে হিমেল হাওয়া
ভোরের আলো দুর্বা ঘাসে শিশির করে নাওয়া ।

ধানের ক্ষেতে সূর্যে হাসে ছায়ায় মায়ায় খেলা
শিশির ঝড়ে মুক্ত দানায় হাজার তারার মেলা
মেলা বসে বিলে ঝিলে হরেক রকম পাখি
দেখলে সবার প্রাণ ভরেযায় রয়না কিছুই বাকি ।

বাবুরামের ছড়া

একদিন ঘৃম থেকে উঠে ভোর বেলা
বাবুরাম সাপু করে ছড়া নিয়ে খেলা
চোখ নেই শিং নেই এই খেলা খেলে
ছোট ছোট ছেলে-মেয়ে উঠে চোখ মেলে।

ছড়া দিয়ে গেয়ে যায় জারি সারি গান
পুবের হিমেল বাতাস দেয় পালে টান
মক্তবে পাঠশালায় ছড়া যায় গেয়ে
ছড়া গেয়ে মজা পায় ছোট ছেলে-মেয়ে।

ভোরের সোনা রোদ ছড়া শুনে চায়
শিশিরের জল কণা লেগে থাকে পায়
ছড়া গেয়ে মাঠে যায় সখিনার বাপ
ছড়া শুনে খুলে মাঝি নৌকার ঝাপ ।

বাপুরাম সাপু দেয় ছড়াতেই টান
বুলবুলি গেয়ে উঠে সকালের গান
আয় বাবা সাপুরাম মুখে নিয়ে ছড়া
আবার করিব শুরু সেই ছড়া পড়া ।

আবার গায়রে পাখি স্বাধীনের গান
স্বাধীনতার কত সুখ জাগে কত প্রাণ
যে ছড়া শুনে শুনে উঠে পাখি ডেকে
ছড়া শুনে ঘুম ভাঙ্গুক ঠিক আজ থেকে।

চলো গ্রামে চল

ঐ দেখা যায় শাপলা-শালুক ঘেরা আমার গাঁ
বিলের জলে সারি সারি কানা বগির ছা
পাখ পাখালি গাছে গাছে গাইছে কতো গান
মাতাল হাওয়া দোল খেয়ে যায় মাঠের সবুজ ধান ।

ডালে ডালে পাতার ফাঁকে ফল রয়েছে পেকে
আয় খেয়ে যা গানের পাখি বলছে ডেকে ডেকে
বিলের ধারে কলমির ফুল ফুটছে থোকা থোকা
প্রজাপতি মাখছে আবির বলছি ঝিঝি পোকা ।

বনের কোকিল রাখছে নজর পাতার আড়াল থেকে
বলছে ডেকে গান শুনে আজ মাতাল হবে কে কে
মাঠের রাখাল বাঁশির মোহে সুরের মধুর খেলা
ধানের খেতে বসছে আজি সোনা রঙের মেলা ।

উঠোন জুড়ে বসছে সবাই চন্দ্রিমারই রাতে
গল্প হবে জুজু-ভুতের দাদী বুড়ির সাথে
গাঁ জুড়ে আজ রুপের বাহার নামছে রুপের ঢল
দেখবে যদি রুপের বাহার চলরে গ্রামে চল ।

স্বাধীনতার সুখ

আমার দেশে সবুজ ঘাসে রুপালী এক রুপ
প্রকৃতিকে রাঙিয়ে তুলে বন-বনানীর ঝুপ
প্রজাপতি আবির মেখে রঙিন ডানায় উড়ে
কাটায় সময় মৌমাছিরা ফুলে ফুলেই ঘুড়ে ।

নবান্নেরই উৎসবে তাই পিঠাপুলির ধুম
দাদীবুড়ির গল্প বলায় নাই তো কারো ঘুম
নীল আকাশে তারার আলো বিলিয়ে দেয় রুপ
মন মাতানো দৃশ্য যে তার কতই অপরুপ ।

সোনার বাংলার সোনার মানুষ হাসি মাখা মুখ
বিজয় এসে দেয় বাড়িয়ে স্বাধীনতার সুখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *