প্রযুক্তিগত উন্নতি
মূল: থর স্টেফানসন (আইসল্যান্ড)
ইংরেজি অনুবাদ: জারমেইন ড্রুগেনব্রুট এবং স্ট্যানলি বার্কান
বাংলা অনুবাদ: পারভেজ হুসেন তালুকদার
যখন প্রযুক্তি সব ক্ষমতা আত্মস্থ করে
তখন আর মানুষিক সম্পর্কগুলি
সুবিধা দেয়না
বরং তাদের পরিবর্তন করে।
যখন আমরা মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যম ছাড়া আর একসঙ্গে কথা বলি না
ইন্টারনেটেই আবদ্ধ থাকে আমাদের যোগাযোগ,
তখন প্রতিটি মানুষিক আত্মীয়তা
দ্বিতীয় স্থানে পরিণত হয়।
যখন সন্তানরা আর একসঙ্গে খেলা করে না
প্রতিটি ব্যক্তি নিজের নিজস্ব ভার্চুয়াল বিশ্বেই ডুবে থাকে।
একজন মা সন্তানকে বুকের দুধ পযর্ন্ত দেয় না
যতক্ষণ না তার চোখ মোবাইল স্ক্রিনের নেশা কাটে।
যদি মানব জাতিকে বজায় রাখতে
আমরা এর কারণের খোঁজ করি ইন-ভিট্রো’র
তবে আমরা হারিয়ে যাবো।
বই: রিফ্লেকশনস, ইডিশনস দু সিগনে, ২০২৩