আজ কবি রফিকুল নাজিমের জন্মদিন। কাব‍্য কিশোর সহ দেশের শীর্ষস্থানীয় পত্রপত্রিকার নিয়মিত এই লেখক ১৯৮৭ সালের ১১ ডিসেম্বর নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার চরপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম মৃত মোঃ নাজিম উদ্দিন এবং মাতার নাম সুফিয়া নাজিম। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়। পলাশ উপজেলার শীর্ষ বিদ্যালয় জনতা আদর্শ বিদ্যাপীঠ থেকে ২০০৩ সালে তিনি এসএসসি পাশ করেন। কুমিল্লার অধ্যাপক আব্দুল মজিদ কলেজ থেকে ২০০৫ সালে এইচএসসি পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগে কৃতিত্বের সাথে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশায় উপজেলা সহকারী শিক্ষা অফিসার। প্রকাশিত বই: খড়ের মানুষ,জলফড়িংয়ের দেশে ও সুইসাইড নোট প্রেমপত্র হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *