পারভেজ হুসেন তালুকদার: মনের বিকাশে সাহিত্য চর্চা কতটা প্রয়োজন তা হয়ত বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমাদের মধ্যে এই চর্চা যেন কমেই চলেছে।

সাহিত্য আমাদের সুন্দর মানসিকতা ও মানবিক করে গড়ে তোলে। সাহিত্য পাঠে আমরা নিজের সংস্কৃতিকে গভীরভাবে জানতে পারি এবং সংস্কৃতি চর্চায় উৎসাহিত হই। শুধ তাই নয়, আমরা সামাজিক রীতিনীতি সঠিকভাবে শিখতে পারি। সবচেয়ে বড় কথা সাহিত্য চর্চা আমাদের কল্পনার জগৎকে প্রসারিত করে।

আমাদের প্রজন্মের ছেলে-মেয়েদের জীবনযাত্রা একটু অন্যরকমই বলা যায়। বই পড়া কিংবা সাহিত্য চর্চা অনেকাংশেই কমে গেছে। ইন্টারনেটের নেতিবাচক দিকগুলোই এর জন্য বেশি দায়ী বলে আমি মনে করি।

সাহিত্য চর্চা থেকে যে আমরা মুখ ফিরিয়ে নিচ্ছি এর ফলাফলটাও খুব সুখকর কিছু বয়ে আনছে না বা আনবে না। কিশোর অপরাধ, জঙ্গিবাদ আর অন্যের প্রতি অসহিষ্ণুতা বাড়তে থাকবে। কেননা সাহিত্য বেশ বড় করে ভাবতে শেখায় মানুষ। চিন্তা বা জ্ঞানের জগৎকে সীমাবদ্ধ না রেখে উন্মুক্ত করে দেয়।

প্রযুক্তির কল‍্যাণে আমরা এখন অনলাইনেই সাহিত্য চর্চা করতে পারি। ই-বইয়ের মাধ্যমে নিজ দেশ বাদেও বাইরের দেশের সাহিত্য আমরা পড়তে পারি।

2 Comments

  1. মাশা আল্লাহ্

  2. মনোমুগ্ধকর লিখনশৈলী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *