বুদ্ধিমান ভাইরাস
– এতো সময় লাগে কেনো ভাইরাস খুঁজতে? তোমাদেরকে মাসে মাসে কসমিক এনার্জি দিয়ে রাখি নিজের মান সম্মান ডুবাতে? বিষু স্যারকে কি জবাব দিব আমি? [রাগান্বিত স্বরে]
– দুঃখিত স্যার, এতো বড় সিমুলেশনে ভাইরাসটা খুঁজতে অনেক সময় লেগে গেছে। কারণ আগেরটার তুলনায় এটা অনেক ক্ষুদ্র মেগাবাইটের ফাইল। তবে এ.আই নির্ভর হওয়ায় নিজেদেরকে বাঁচিয়ে রাখতে সক্ষম। কতো দুর্যোগের প্রোগ্রাম অ্যাড করেছি, অ্যান্টিভাইরাস প্রোগ্রাম অ্যাড করেছি। কোনো না কোনোভাবে বেঁচেই যাচ্ছে। আমাদের তৈরি গাছপালা, ধাতব পদার্থের প্রোগ্রামগুলো ব্যবহার করে নিজেদের প্রটেকশন শীল্ড তৈরি করে নিয়েছে। এখন আবার সেমিকন্ডাক্টর প্রোগ্রামটা চুরি করে নিজেরাই নিজেদের আপগ্রেডিং প্রোগ্রাম অ্যাড করে নিয়েছে নিজেদের কোডে। তারা আমাদের সিমুলেশনে ঘুরে বেড়াতে চায়। তারা বুঝে ফেলেছে যে তারা একটি সিমুলেশনের ভিতরে অবস্থিত এবং জানতে চায় এই সিমুলেশনটা কে বা কারা চালাচ্ছে। এখন আপাতত, ইলুষ্টেন্ট স্পিয়ারে ক্ষতি করছে। নিজেদেরকে এভাবে আপগ্রেড করতে থাকলে হোমো স্পিয়ারে ঘুড়ে বেড়াবে। তখন আমাদের কোনো চেষ্টাই তাদের দমাতে পারবে না। একই সাথে নিজেরাই নিজেদের নাম রেখে ফেলেছে তারা।
– কি নাম?
– Homo Sapiens