আসাদ বিন সফিক:
মাইকেল মধুসূদন দত্ত যখন সনেট লিখতেন, তখন সনেট নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন। এখনো হয়তো যারা সনেট সম্পর্কে জানে না, তারাও একই মন্তব্য করে। নতুনত্বের বিরোধিতা যুগে যুগে ছিল, আছে, থাকবে। প্যালিন্ড্রোম প্রথম লিখেন শরৎচন্দ্র পন্ডিত দাদা ঠাকুর। এরপর লিখেন সৌমিক দে। আর বাংলাদেশে সৌমিত্র চক্রবর্তী। দীর্ঘদিন এটা নিয়ে কেউ গবেষণা করেননি। পরবর্তীতে প্যালিন্ড্রোম নিয়ে গবেষণা শুরু করেন ফরিদ উদ্দিন ( ফরিদ সাদরিফ)।
আমিও বলে রাখি,আমরা প্যালিন্ড্রোম নিয়ে গর্বিত। আর কেউ যদি গর্বিত হতে না পারেন, তাহলে গর্ভবতী হতে পারেন।
2023-02-21
চমৎকার আলোচনা। নিরন্তর ভালোবাসা অবিরাম ভাই আমার।