হয়তো তিনি জানেন না
আমার জীবনের অনেক প্রিয় শিক্ষকদের মধ্যে অন্যতম প্রিয় শিক্ষক হলেন আফরোজা শরীফ ম্যাম।
শিক্ষকগণ জাতির মেরুদণ্ড গড়ার কারিগর। শিক্ষক আমাদের শিক্ষাদান করেন, শিক্ষক কখনো বন্ধু, কখনো সঠিক শাসনকর্তা এবং কখনো স্নেহছায়া। স্কুল জীবন থেকেই অনেক শিক্ষকের সান্নিধ্য পেয়েছি, পেয়েছি আদর্শ-শিক্ষা। তাঁদের আদর্শে পথ চললে কল্যাণ আসবে তা বিশ্বাস করি। শিক্ষকেরা সব সময় প্রিয়, আমার জীবনের অনেক প্রিয় শিক্ষকদের মধ্যেও অন্যতম প্রিয় শিক্ষক হলেন আফরোজা শরীফ ম্যাম। তিনি আমাদের বাংলা পড়ান। বিজ্ঞানের ছাত্র হলেও আমার জল্পনা কল্পনার বিরাটাংশ বাংলা-কবিতা, ছড়া ও সাহিত্যে। সেই সুবাদে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের বাংলা প্রভাষক আফরোজা শরীফ ম্যামের থেকে প্রিয় হতে পারেননি কোনো শিক্ষকই, হয়তো একথা তিনি জানেন না। যদিও সবার প্রতিই রয়েছে আমার অনেক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আফরোজা ম্যাম আমাকে আমার লেখাপড়ার পাশাপাশি অন্যান্য পছন্দের কাজে অনুপ্রাণিত করেন, পরামর্শ দেন। তিনিও কবিতা পছন্দ করেন। জীবনে পিতামাতার পরে শিক্ষকের অবস্থান। শিক্ষকেরা ছাত্রদের সফলতার স্বপ্ন দেখেন, আমার মতে এর সেরা উদাহরণ আফরোজা শরীফ ম্যাম। ম্যামকে না বলা আমার একটি কথা হচ্ছে “আপনার সবচে প্রিয় শিক্ষার্থী হতে করণীয় কী?”, যদি জানতে পারতাম তাহলে অনুসরণ করতাম। সবচে বেশি চেষ্টা করতাম প্রিয় শিক্ষার্থী হতে। সবশেষে এটাই বলবো জীবনে যত শিক্ষক পেয়েছি সবাই আমার জীবনের আশীর্বাদ স্বরূপ। তাদের শিক্ষায় ও দীক্ষায় আমি এই পর্যন্ত, স্বপ্ন দেখি তাদের দোয়ায় দূর থেকে দূর পথ চলার। বিশ্ব শিক্ষক দিবসে আমার সকল শিক্ষকের প্রতি সালাম, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। তাদের ঋণ শোধ করার না।
পারভেজ হুসেন তালুকদার
কবি ও শিশুসাহিত্যিক
সম্পাদক, কাব্য কিশোর