আসক্ত
মুহাম্মাদ শাকিল

মহান আল্লাহ তা’আলা মানুষকে সৃষ্টির সেরা করে তৈরি করেছেন। এছাড়া দুনিয়াতে যত মাখলুকাত আল্লাহ তা’আলা সৃষ্টি করেছেন তা কেবল মানুষের উপকারিতার জন্য। মানুষকে সৃষ্টির উদ্দেশ্য স্বয়ং আল্লাহ তা’আলার ইবাদত করা। সেই মানুষগুলোর উপর আল্লাহ তা’আলা কিছু হুকুম আরোপ করেছেন। যে হুকুমগুলো মান্য না করলে প্রভুর অবাধ্যতা সুনিশ্চিত। আর এর দ্বারাতেই একজন মানুষ প্রভু প্রেমের আসক্ততা থেকে দূরে সরে যায়। দুনিয়ার মায়ার পরে দুনিয়াকে যতটা ভালোবাসা দিয়েছি, ততটা ভালোবাসা আমার সৃষ্টিকর্তাকে দিতে পারিনি। অথচ দুনিয়াটা প্লাটফর্মের মতো। ট্রেন আসলেই প্লাটফর্ম ছাড়তে হবে। চলে যেতে হবে আসল গন্তব্যে। দুনিয়ায় আসক্ত হয়ে লাভ নেই। কারণ, আমি দুনিয়ার হলেও দুনিয়া কখনোই আমার হবে না। শুধু মায়া আর ছলনার বশে জীবনটাকে মরণের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। সময় সুযোগ করে একদিন প্রভুর হুকুমেই দুনিয়া আমায় দূরে ঠেলে দেবে। তখন চারপাশের সবকিছুই থাকবে, থাকবো না কেবল আমি। যে দুনিয়ায় থাকতেই পারবো না, প্রয়োজন কি সে দুনিয়াকে এতো মহব্বত করার? সময় তো এখনো আছে। এখনো কত সুযোগ পরে আছে নিজেকে ঠিক করার। চাইলেই সেই সুযোগগুলো কাজে লাগাতে পারি। কিন্তু দুনিয়ার পরের জীবনটাতে পৌঁছে গেলে শত চেষ্টা করেও নিজেকে শুধরাতে পারবো না। দুনিয়ার আসক্ততা দূরে ঠেলতে হবে। আল্লাহকে ভালো না বাসলে আল্লাহ তা’আলার কোনো ক্ষতি হবে না, বরং ক্ষতি আমাদেরই। আর দুনিয়াকে ভালোবাসলে শত শত ভালোবাসা দিয়েই যেতে হবে। কখনোই কামনা পূর্ণ হবে না। যে আসক্ততা আমায় গ্রাস করে ফেলবে, প্রয়োজন কি সে আসক্ততা বুকে ধারণ করার?
হে আল্লাহ! আমাকে এবং সকল মুসলমান ভাই-বোনদেরকে আপনার প্রেমে আসক্ত হওয়ার তাওফিক দান করুন। আমিন।

ঠিকানা- ময়মনসিংহ সদর, ময়মনসিংহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *