ভেজাল
মুহাম্মদ মুকুল মিয়া

কোন জামানায় এলামরে ভাই
পাইনা ভালো কিছু,
ফরমালিনে ভরা এখন
মিষ্টি স্বাদের লিচু।

চালে ভেজাল ডালে ভেজাল
ভেজাল শিশু-খাদ্য,
নিজের জীবন নষ্ট করে
বাজাই সুখের বাদ্য।

ভেজাল কথায় সেরা মোরা
নেইকো মুখের দাম,
দিনে দিনে নষ্ট করছি
নিজের-ই সুনাম।

দুধ-কলা ভাত আজও আছে
তাহার মজা নাই,
কলার মধ্যে বিষ ঢেলে দেয়
চেয়ারম্যানের ভাই।

ভেজাল খেয়ে আমরা মানুষ
মরছি ধুকে ধুকে,
কার কাছে যে বলবো এসব–
দু:খ লাগে বুকে!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *