বর্ষা কালের দৃশ্য
চিত্তরঞ্জন সাহা চিতু
ছবি: অংকন একাডেমি
আষাঢ় শ্রাবন বর্ষাকালে বৃষ্টি পড়ে টুপ
বনের শিয়াল আর ডাকেনা এক্কেবারে চুপ।
বৃষ্টি পড়ে টিনের চালে
বৃষ্টি পড়ে গাছের ডালে
বৃষ্টি ঝরে আকাশ থেকে মেঘটা ডাকে জোরে,
চাষীরা সব ব্যস্ত মাঠে কেউ থাকে না ঘরে।
বর্ষা এলে দুষ্টু ছেলে
বৃষ্টি জলে তারাও খেলে
নদীর জলে ভাসিয়ে ভেলা যায় ছুটে যায় দুরে,
লাফালাফি জলেতে ঝাপ ছন্দ গানের সুরে।
সােনা ব্যাঙের মিষ্টি গানে
উদাস করে মনে প্রানে
হারমোনিয়াম ডুগি তবলা এসব কি আর লাগে
বর্ষা এলে আবেগ মনে কাব্যি ভাষা জাগে।
কদম গাছের হলদে যে ফুল
বৃষ্টি ঝড়ে দোলে দেলুল
মালা গেঁধে গলায় দিতে বড্ড মজা পাই,
বৃষ্টি ঝরা বর্ষা যে কাল তাই তো সবাই চাই।