ফুলের সাথে কথা
শাহজালাল সুজন
রাতের গগন তারায় ভরা
জ্যোৎস্না মাখা চাঁদ
চাঁদের আলোয় এই ধরাতে
পাতছে যেন ফাঁদ।
হাঁটছি আমি পথের বাঁকে
পাশে সবুজ বন
মৃদু আলোর পরশ পেয়ে
নেচে ওঠে মন।
ছাতা মাথায় তালগাছ টাতে
ডাকে যেন কেউ
আলো আঁধার সন্ধিক্ষণে
হঠাৎ দেখি ফেউ।
দিঘির জলে শালুক ভাসে
সাথে ঢেউয়ের ভাঁজ
রক্তজবা পাশের ঝোপে
ধরছে বধূর সাজ।
রূপের নেশায় মত্ত হয়ে
পড়ি ছড়ার বই
দিঘির জলে ফুলের কাছে
মনের কথা কই।