ফিঙে পাখি
ফিঙে পাখি দেখো বসে আছে একা
জারুলের হুই শাখাতে
উড়ে উড়ে ফিঙে দেখা তোর নাচ
ভর করে দুই পাখাতে।
বলছি তবুও ফিঙে বসে আছে
থুয়ে যত সব সাজকে
বল ভাই কেন মনটা খারাপ
এত চুপচাপ আজকে।
দলবল তোর কোথায় রয়েছে
একা একা কেন বল্-তো
ফিঙে তোর যাদু মাখা ওই নাচ
দেখাবি এবার চল্-তো।
ওমা সেকি দেখো নাচ না দেখিয়ে
চলে গেল ফিঙে পাখিটা
বসা ছিল এই জারুলের শাখে
এখনো তাকিয়ে আঁখিটা।