পাখির বাসা
আমির বিন সুলতান
ছুঁড়িস কী রে খালি গাছে
ও দাদুভাই রিমো,
ঐ যে দেখো পাখির বাসা
তারই ছানা নিমো।
শুনরে দাদু ?
ভাঙিসনে তুই পাখির বাসা
ছুঁড়িসনে ঢিল পাথর।
হতেই পারে;
মা গিয়েছে খাবার আনতে
বাছা ক্ষুধায় কাতর।
বলছে নবী….. যে করিবে
জীবের প্রতি মায়া,
সেই তো হলো শ্রেষ্ঠ মানব
রবের পাবে ছায়া।
জ্বি দাদুভাই!
তাদেরও আছে স্বপ্ন আশা
ঠিক হয়নি ঢিল ছুঁড়াটা
পড়তো যদি বাসায়;
ঢিল পড়ে সেই ভাঙলে বাসা
কষ্ট পেতো মা পাখিটা
ছানা যদি না পাই!
আর হবে না এমনটি ভুল
ও দাদুভাই সরি,
কান মলিও আর কখনো
এমন যদি করি।