এ বছর উড়ে যাক
পারভেজ হুসেন তালুকদার
এ বছর উড়ে যাক মেঘেদের বাড়ি
পাখি হয়ে মননের সীমা দিয়ে পাড়ি
জীবনের বুকে রেখে স্মৃতিদের সারি।
এ বছর উড়ে যাক নতুনের বানে
উড়ে যাক অচেনার অজানা সে পানে
নতুনের সুরে মন মাতে যেন গানে।
এ বছর উড়ে যাক দেয়া দুখ সাথে
জমা হোক গিয়ে ওই বজ্রের গা’তে
জীবনটা রাঙা হোক নবীন-প্রভাতে।
লেখক
সম্পাদক, কাব্য কিশোর।