স্বর্গ মায়ের পদতলে

আসাদুজ্জামান খান মুকুল

মা’যে হলো সবার সেরা
ভালোবাসায় রাখে ঘেরা
সারাজীবন ভরে,
বৃক্ষরূপের ছায়া দিয়ে
সু-শীতলে রাখে হিয়ে
বুকে আগলে ধরে।
মা’যে হলো মাথার ছাতা
ধরার মাঝে শ্রেষ্ঠ ত্রাতা
তাঁর মতো নাই কেহ,
স্বীয় সুখটি বিসর্জনে
কষ্ট সয়ে রাত্রি-দিনে
প্রগাঢ় করে দেহ।
ধরায় মায়ের আশিস পেলে
সফলতা তাতেই মেলে
জ্বলে সুখের আলো,
আসলে শত ঝঞ্ঝা-বাধা
গায় লাগেনা কোনো কাদা
সরে সকল কালো!
মায়ের সেবা করবে সবে
বড়ত্বভাব তাতেই হবে
দুজাহানের মাঝে,
স্বর্গ মায়ের পদতলে
কোরআন হাদিস তাহা বলে
থাকবে তাতে রাজে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *