ভয় থেকে বিশ্বাসে
— এন জে রাবেয়া
মক্কার পথে এক বৃদ্ধা মহিলা,যার ভয়ে ভরা মন,
শুনেছেন মক্কায় আছে এক জাদুকর জন।
বৃদ্ধা বললেন—
“আমার নিরাপত্তা চাই,তাই মক্কা ছেড়ে যাই”,
ভয়ে চললেন অজানার পথে একা তাই।
পথে দেখা হলো এক যুবকের সাথে, যার মায়ায় ভরা মন,
বদনাম, অভিশাপ শুনেও করলেন বৃদ্ধার সাথে নরম আচরণ।
গন্তব্যে পৌঁছে দিলেন বৃদ্ধাকে শান্তিপূর্ণ হাতে,
কোনো রাগ,অভিশাপ ছিল না, সেই আলোর আভাতে।
বৃদ্ধা বললেন—
“হে যুবক,কি তোমার পরিচয় ? আমি জানতে চাই।
আর সবাইকে বলতে চাই,যে মক্কায় মুহাম্মাদের মতো এক জাদুকর বাস করে।
সে মক্কায় তোমার মতো ভালো নওজোয়ানও থাকে।”
প্রিয় নবী বললেন—
“হে বৃদ্ধা মা, আমিই সেই জাদুকর, যার ভয়ে আপনি মক্কা ত্যাগ করছেন।”
বৃদ্ধাটি অশ্রুসিক্ত নয়নে বললেন—
“তাহলে আমাকেও কলেমা পড়াও, কারণ তোমার জাদু আমার উপরেও কাজ করেছে।”