বৃষ্টি যখন আসে
চিত্তরঞ্জন সাহা চিতু
বৃষ্টি আসে বৃষ্টি আসে,
নদীর জলে নৌকা ভাসে,
সূর্যিমামা লুকিয়ে হাসে,
বৃষ্টি আসে সবুজ ঘাসে,
বৃষ্টি আসে ছন্দ তালে,
বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে,
কচুরপাতা নড়েচড়ে,
বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে,
কাঁনায় কাঁনায় বিলও ভরে,
বৃষ্টি পড়ে গাছের ডালে।
বৃষ্টি এলে বৃষ্টি এলে,
দুষ্টুরা সব কাঁদায় খেলে,ফ
সাঁতার কাটে সুযোগ পেলে,
ষত্তো আছে কিশোর ছেলে,
বৃষ্টি এলে কষ্ট যত,
বৃষ্টি নামে বৃষ্টি নামে,
জোরসে জোরে আবার থামে,
বৃষ্টি নামে আকাশ জুড়ে,
ঝুমুর ঝুমুর ছন্দ সুরে,
বৃষ্টি নামে ঝড়ের মত।