প্রেতাত্মাদের হ্যাকার 
মেশকাতুন নাহার
মন-মেজাজ বিগড়ে আছে;পাগলা বাজারটায়
টাকা -পয়সা উপার্জন যা;সামগ্রী মেলানো  দায়।
পেঁয়াজ-রসুন কি যে কিনব!চিন্তায় মরি ভাই,
আকাশ -ছোঁয়া দামটা শুনে অবাক হয়ে যাই!
হাট-বাজার ঘুরে দেখি;দ্রব্যমূল্যের ঊর্ধগতি,
গরিব-কাঙাল মধ্যবিত্তের ব্যয় হচ্ছে বাড়তি।
রাত-দিন তফাত হয়েছে যে;ডিম চিনির দাম,
খাবার -দাবার কিনছে লোক কিছু সামান্য গ্রাম।
সন্তান-সন্ততি বায়না ধরে কত কিছুই রোজ
মাছ-মাংস ইলিশ – পোলাও করবেই তাঁরা ভোজ।
কথা-বার্তা শুনে তাদের কেঁদে ওঠে মনের কোন,
ঢং-ঢং শব্দে বাজে ব্যথায় জমা বুকের স্টোন।
ভালো-মন্দ খাওয়ার সুযোগ;আছে কি বলো আর?
ফল-মূল মণ্ডা-মিঠাই, উপায় নাই যে ছোঁয়ার।
ছোট-খাটো সংসারেও চলছে নিরব হাহাকার,
সুখ-শান্তি উধাও করলো প্রেতাত্মাদের হ্যাকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *