জীবন
পারভেজ হুসেন তালুকদার
জীবনটা যদি তুমি ভাবো সরু-সোজা
বুঝে নিও বয়ে যাবে ভুলে ভরা বোঝা
সুসময় উড়ে যাবে অচেনার দেশে
ক্ষণিকের ফুল যেন কুমারী কেশে।
জীবনের হাসি যদি ভাবো কভু হাসি
ভেবে নিও বিষাদেরা অতি পাশাপাশি
জীবনটা জেনো তুমি আঁকাবাঁকা শুধু
সুজলা শ্যামলহীনা মরুভূমি ধুধু।
জীবনের এতটুকু দেখে দেখে আমি
হচ্ছি দিবস-রাতি বড় সংগ্রামী
জীবনের পথ শুধু যুদ্ধের জেনে
রণ রণকৌশল সদা চলি মেনে।