কিশোর বেলা
চিত্তরঞ্জন সাহা চিতু
যতবার আমি ভুলিতে চাই
তবুও ভেসে আসে
স্মৃতিগুলো যেন বাতাসে বাতাসে
হৃদয়ের মাঝে ভাসে।
মন ভেঙে যায় ভাবতে গেলে
এগিয়ে এসেছি সব স্মৃতি ফেলে
ঝড় তোলে আজ মনের ভেতরে
লাল সূর্য হাসে।
ফিরে পাবো কি সে সব স্মৃতি
বসে বসে ভাবি একা
হারিয়ে যাওয়া সুজনগুলোর
আর কি পাবো দেখা।
সেই যে কিশোর বেলা
হতো যে হাজারো খেলা
মধু মাখা সেই দিনগুলো আজ
স্মৃতি হয়ে সব আছে।