চাইলেই আকাশকে মাটিতে নামানো যায় না
– সাঈফ ফাতেউর রহমান

চাইলেই আকাশকে মাটিতে নামানো যায়না
চাইলেই সমুদ্র প্রবাহকে নিজের নিয়ন্ত্রণা নেওয়া যায়না।1
সাময়িক অর্জিত শক্তিতে নিজেকে মহাবীর ভাবা যেতে পারে
লাগামবিহীন যে কোন কথা উচ্চারণ করা যেতে পারে
নিজেকে সক্ষমতার সূচক ভেবে
অবিমৃষ্যকারী হতে পারে কেউ
পরিণাম সুফলদায়ী হয়না
হয়নি কোনদিনই,হবেওনা
নিজস্ব বরাদ্দ আস্তাকুড়েই হয় তার বিসর্জন
সময়ের অভিঘাত
টানাপোড়েন সাময়িক
ধুন্ধুমার উন্মাতালতা
এইসব বর্জ্য-বিভ্রম অপনোদিত হবে একদিন ঠিক
কুশীলবেরা আপনা-সুরক্ষা বলয়ে আশ্রয় নেবে
যে যার মত ম্যারাথন দৌঁড়ে দূরান্তরে যাবে
কেউ ভাববে না কারও কথা
ফিরে তাকাবে না কারও দিকে
প্রসারিত করবেনা হাত,কেবল নিজস্ব ভাবনা ;
কার স্থান হবে যে কোথায়!

ছিন্ন পত্রালীর মত বেপথু উড়বে অনিকেত!

———————————

আগস্ট ১৫,২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *