অবহেলার শোকে
এইচ এম হাসান মাহমুদ
এক বুক কষ্ট নিয়ে আমাকে বেঁচে থাকতে হয়
পাহাড় সমান ব্যথা চেপে কৃত্রিম হাসি হাসতে হয়
যা বলি আমার তা আমার নয়
সহজেই নিয়েছি মেনে আমার পরাজয়।
দিয়েছি বিসর্জন ভালোবাসা
একতরফা কাছে আসা
তবুও আমি হতে পারিনি
ভালোবাসার ফুল,
প্রয়োজনে প্রিয় হয়েছি
তবুও সেটা মেনে নিয়েছি
এটাই মনে করেছি যে
সবই আমার ভুল।
চোখের জলও শুকিয়ে গেছে
নেই কান্না দু’টি চোখে,
মরবো জেনেও বেঁচে আছি
অবহেলার শোকে।