অজপাড়াগাঁয়ের ছেলে
গোলাপ মাহমুদ সৌরভ
অজপাড়াগাঁয়ের ছেলে
পেঁচ গুজ নাই মনে,
পড়ালেখা খুবই মেধাবী
চিন্তা চেতনা ক্ষণে।
মাঝে মধ্যে ক্ষেত খামারে
কৃষি কাজ করে,
বাবার কাজে সাহায্য করে
সচ্ছলতা হয় ঘরে।
অধম্য ইচ্ছা শক্তি তার
একদিন বড় হবে,
বাবা-র কষ্ট লাগব হবে
সুখ আসবে তবে।
প্রতিকূলতা আর সংগ্রাম
সাহস নিয়ে বুকে,
দৃঢ়তা আর প্রচেষ্টার গল্পে
নাম গ্রিনিচ বুকে।
সেই ছেলে আর কেউ নয়
ইতিহাসে বহমান,
বাংলাদেশ ব্যাংকের গভর্নর
আতিউর রহমান।