সিলেট: ইন্টারনেট বিশ্বকোষ ভিকিটিয়া বাংলা ভাষা সংস্করণ দিয়ে তাদের যাত্রা শুরু করেছে, গতকাল পহেলা অক্টোবর, বুধবার vikitia.org ও bn.vikitia.org ঠিকানায় আত্মপ্রকাশ করেছে এই মুক্ত বিশ্বকোষ। ভিকিটিয়া থেকে পাঠানো নাম না জানানো এক প্রেস রিপোর্টে এই তথ্য জানানো হয়, তবে বিশ্বকোষটি কারা শুরু করেছেন তা জানা যায়নি।
ভিকিটিয়া মূলত একটি বহুভাষিক মুক্ত ইন্টারনেট বিশ্বকোষ, এটি যে কেউ সম্পাদন করতে পারেন। ভিকিটিয়া নামটি কাল্পনিক, তবে এটি Wiki ও Encyclopedia কে ভিত্তি করেই কল্পনা করা হয়েছে।