ভারতের আসামে গত ২৫ আগষ্ট মুক্তি পায় শ্রেয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে কবি শাহিন আলমের গীত ‘আবেগী মায়া’ গান। এতে কন্ঠ,  সুর ও সংগীত পরিচালনা করেন আসামের তরুণ জনপ্রিয় কন্ঠশিল্পী জামান, তার সাথে ডুয়েট কন্ঠে অংশগ্রহণ করেন কৃতি কাশয়াপ। এই গানের মিউজিক ভিডিওতে মডেলিং করেন আসামের সময়ের জনপ্রিয় অভিনেত্রী শ্রেয়া অধিকারী ও অভিনেতা প্রীতম রয়। কবি শাহিন আলমের লেখা গীত এপর্যন্ত সর্বশেষ  শ্রেয়া অফিসিয়াল  ইউটিউব চ্যানেল থেকে আড়াই লাখ ভিউজ অতিক্রম করে ও শ্রেয়া অধিকারীর পেজ থেকে এক লাখ বার গানটির মিউজিক ভিডিও দেখা হয়েছে। কবি শাহিন আলমের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি সবসময় কবিতার পাশাপাশি গান

লিখতে ভালোবাসি, হোক সেটি যেকোনো ধরণের গান। রোমান্টিক ঘরানার ‘আবেগী মায়া’ গানটি, গান শ্রুতারা এতো ভালোবাসা দিবেন তা ভাবতেই পারিনি। আমি চেষ্টা করবো গান শ্রুতাদের আরো ভালো গান উপহার দেয়ার।” উল্লেখ্য, শাহিন আলম বাংলাদেশের কবি, গীতিকার ও সুরকার। জন্মস্থান সিলেট বিভাগ শহরের ঘাসিটুলায়। তিনি ছড়া কবিতা লেখার পাশাপাশি গীতিকবিতায় বেশ অবদান রাখছেন। তিনি মূলত দেশীয়, আধুনিক, বিচ্ছেদী, বাউল ও ইসলামি ভাবধারায় ইসলামি সংগীত, মরমী গজল লিখে চলেছেন সমানতালে।  তিনি বাংলাদেশের পাশাপাশি ভারতের আসামের সংগীত জগতে গীতিকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। বাংলাদেশে তিনি ইসলামি সংগীত জগতে মুক্তকুড়ি শিল্পীগোষ্ঠীর মুক্তকুড়ি স্টুডি ও নাশীদ ফিল্মের তালিকাভুক্ত  গীতিকার এবং ভারতের আসামে তিনি মাটির খাঁচা ও এলজেডই প্রোডাকশনে গীতিকার হিসেবে যুক্ত আছেন।  তার লেখা বেশ কিছু উল্লেখযোগ্য গানের নাম :- কলিজা আঙ্গার, অন্তর করলি ছাই, অভিনয় জানো (আকাশ চৌধুরী), তোমার ফটো (আকিক হারুন), আজ আমার ঘুম নাই (প্রিন্স ফারুক ও প্রজুরী ঘোষ), মনে যখন ঝড় ওঠে (হাসানুজ্জামান), আমাকে ছেড়ে তুমি চলে গেলে (হাসানুজ্জামান), মাঝির দুঃখের সংসার (রাজু মন্ডল), কন্যারে (আকাশ চৌধুরী ও সুজান খান), বলো না প্রিয়া, ফিরে এলেনা (জেহেরুল ইসলাম – জিল্লে), মনের দখল, অন্তর পুড়ে, আমার বাড়ী আইসো সখি (মিজানুর রহমান), মায়ার পাখি, কান্দে রে মনের আকাশ (জেএস সজিব), ঈদ এসেছে (এমএইচ সাজু), যারে আমার বুকের ভিতর দিয়েছিলাম ঠাই (সাফিকুল ইসলাম), আবেগী মায়া (হাসানুজ্জামান ও কৃতি কাশয়াপ) ইত্যাদি উল্লেখযোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *