নবী মুস্তফা
হাফিয মারজান বিন আব্দুল ওয়াধুদ
রবিউল আউয়াল মাসে এলো, নূরের অমূল্য খনি,
আলো ছড়িয়ে তিনি হলেন, মুমিন চোখের মনি।
সৃষ্টি জগত হলো খুশি, তাহার আগমনে,
ভালোবেসে সবাই তাঁকে, নিলো বুকে টেনে।
কখনো তিনি যোদ্ধা বেশে, কখনো ভালোবেসে,
অন্ধকার সব করলো দূর, খোদার নির্দেশে।
পৃথিবীতে শান্তির চাঁদ, উঠলো নতুন করে,
অশান্তি সব মুছে গেলো, তাঁহার হাতের তরে।
পুরানো ইতিহাস বদলে গিয়ে, দুনিয়া হলো উত্তাল,
স্মৃতির সুরে কাঁপে হৃদয়, এলো রবিউল আউয়াল।