নবীর আগমন
আব্দুস সাত্তার সুমন
বিশ্ব নবীর আগমনে
খুশি জগৎবাসী,
অন্তর দিয়ে নবী তোমায়
আমরা ভালোবাসি।
পূরণ করি সেই চয়নে
ধারণ করি বুঝে,
হাদিস-কোরআন মর্মমতে
ভালো করে খুঁজে।
তোমার উম্মত হয়ে আমি
শুকর গুজার করি,
রেখে যাওয়া সুন্নাহ গুলো
আকড়ে মোরা ধরি।
হয় ঈদে মিলাদুন্নবী
সর্বক্ষণে লালন,
সোমবার থেকে বৃহস্পতি
রোজা রেখে পালন।
রেখে যাওয়া উজ্জল দিশা
বেদাত মুক্ত গড়ি,
সঠিক পথকে খুঁজে খুঁজে
ফরজ কায়েম করি।