ভব জীবন কথা
সিরাজুল ইসলাম মোল্লা

জীবনের কথা করিব কি বর্ণন,
সকল জীবন প্রায় একই ধরণ।

ষড়রিপু পঞ্চেন্দ্রিয়ের দেহ গাড়ি,
পরশ্রীকাতর সৌন্দর্যের পূজারী,
চাহিদার উচ্চাকাঙ্ক্ষা প্রতিজন।

সর্বদা সর্বত্র যে আমিত্বের বড়াই,
রাজনীতি অর্থনীতি ঘিরে সবাই।

শৈশবে ছুটাছুটি কৈশোরে খেয়ালি,
তারুণ্যে উন্মাদনা পৌঢ়ত্বে হেয়ালী,
বৃদ্ধের জল্পনা কল্পনা দেখতে পাই।

জীবন মানে অশ্রুসিক্ত অব্যক্ততা,
জীবন মানে অজস্র মুক্ত কথকতা।

শাশ্বত সত্য সব কথা যায় না বলা,
সতর্ক বার্তা সব পথে যায় না চলা,
মর্মিতা নয়, বড় রূঢ় চির বাস্তবতা।

ভাবনায় শুধু যে স্বপ্নীল ছবি আঁকা,
অথচ সকল পথ ধূসর মেঘে ঢাকা।

নিশ্চয় সবে আছে বেশ কিছু প্রাপ্তি,
আছে ভবে তার চেয়ে বড় অপ্রাপ্তি,
হয়তো জীবন মানেই ক্ষণ ধামাকা!

কোথাও আজ নেই সত্যের বালাই,
সর্বদা সর্বত্র শুধু আত্মসার্থে লড়াই।

নারী পুরুষে পরস্পর সম আকর্ষণ,
সৃষ্টিশীল প্রজনন মর্ম লীলা চিরন্তন,
জন্মিলে মরিতে হবে কথা একটাই।

ভাললাগা ভালবাসা বোঝে সবদিক,
জীবন ধারণ অসম্ভব বিনা মৌলিক।

প্রাথমিক প্রয়োজন ঈমান-নৈতিকতা,
নেই আপন পর কে শোনে কার কথা,
মানুষ পারস্পরিক মানুষ সামাজিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *