শোনো টিয়ে
সৈয়দ আহম্মেদ সাদি
হ্যালো ! হ্যালো !
শোনো টিয়ে –
করবে তুমি বিয়ে ?
সবুজ বনের ময়না পাখি
প্রস্তাব গেল দিয়ে।
ও কে কেন করব বিয়ে ?
ও তো অন্য পাখি ।
আমরা হলেম টিয়ে জাতি
টিয়ের সাথেই থাকি ।
টিয়ে হলে ফোন করিও
ও রে দোয়েল পাখি ।
ভালো থেকো, বাই বাই
এবার ফোনটি রাখি ।