বড় কে?
মোহাম্মদ মুজিবুল হক
সত্যিকারের বড় যেজন
সকলকালে থাকে,
হারায় নাতো কোনো সময়
ইতিহাসের বাঁকে।
আসুক যত বিপদ আপদ
উঁচু রাখে মাথা,
মহান প্রভু হন যে সহায়
রাখেন দয়ার ছাতা।
যায় না কভু পালিয়ে সে
কঠিন বিপদ মাঝে,
ধৈর্য ধরে অটল থাকে
স্বীয় পুণ্য কাজে।
যমকে সে তো করে না ভয়
মনটা পুণ্যে ভরা,
আলোকিত করে তোলে
কলুষিত ধরা।
নয় তো বড় পাপী যেজন
থাকে সাধুর বেশে,
মন মননে বড় হলেই
জয়ী হবে শেষে।