এন জে রাবেয়া: মোহনার বুকে চাঁদপুরের গাঁথা
চাঁদপুর মোহনায় জাগে জলের কাঁপন,
তিন নদী এসে মিলে—মনে জাগে শিহরণ।
পদ্মা কাঁদে, মেঘনা হাসে, ডাকাতিয়া হয় চুপ,
মাটির মতো নিঃশব্দ, তবু বুকভরা হয় রূপ।
নৌকা ভাসে, লোক দাঁড়িয়ে, জালে তার হাত,
মুঠো মুঠো স্বপ্ন বোনে, কখন যেন দিন থেকে হয়ে গেল রাত।
ইলিশের ঘ্রাণে, চারিদিক যায় ভরে, মনে পড়ে কারো ইলিশ ভাজার কথা,
বিধাতা লিখেছেন জননি মোহনার কোলে প্রিয় চাঁদপুরের গাঁথা।
দেখি, ঘাটে ঘাটে জাগে যে নারী,
ভাবি, সেও তো এক মোহনার কন্যা, কেমন হবে জলকথা তারি।
যখন গহীন রাতে সে শুনেছে নদীর বুকফাটা কান্না।
চাঁদপুর মোহনা শুধু জল আর ইলিশ নয়,
এ এক দৌহী মায়ের এমন করুণ কোল—
যেখানে নারী নদী হয়ে, জননী হয়ে
ধরে রাখে বাংলার সৌন্দর্য অটল।
ওহে মোহনা, হাজারো ব্যস্ততার মাঝে যখনি তোমার পানে আসি,
হৃদয়ের গহীন থেকে একটি কথাই আসে, প্রিয় চাঁদপুর মোহনা আমি তোমাকে ভালোবাসি।