স্বাধীনতা তোমার জন্য
নবী হোসেন নবীন
স্বাধীনতা তোমার জন্য
ছিলাম পথ চেয়ে
অবশেষে এলে তুমি
রক্রনদী বেয়ে।
ছেলেহারা মায়ের চোখে
বইছে অশ্রুনদী
ভাই হারনো বোনটি শোকে
কাঁদছে নিরবধি।
পুত্রহারা পিতার বুকে
বইছে শোকের বান
মায়ের কুলে অবুঝ শিশু
এতিম হয়ে যান।
স্বামীহারা বধূর বুকে
জ্বলছে দুখের চিতা
সে দিনের সে ছোট্ট শিশু
পায়নি খোঁজে পিতা।
খর পুড়েছে ঘর পুড়েছে
পুড়ছে গোলার ধান
লক্ষ নারী তোমার তরে
হারায় নিজের মান।
রক্তনদী পেরিয়ে যেই
দেখি তোমার মুখ
খুশির বানে ভেসে যায় মোর
সব হারানোর দুখ।
Kavya Kishor is a Bangladesh Based Worldwide Literary Magazine By Parvej Husen Talukder, Which is regularly published in Bangla and English Language from Bangladesh.